হলিউডের অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার ঝুলন্ত মরদেহ লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
অব্রে ও জেফের সম্পর্ক ১০ বছরের । বছর চারেক আগে তাদের বিয়ে হয়েছে। কিন্তু নতুন বছরের শুরুতেই ঘটল এ অঘটন।
অভিনয়ের পাশাপাশি কমেডিয়ান হিসেবেও সুখ্যাতি রয়েছে অব্রের। প্রযোজনাও করেছেন আমেরিকার এ তারকা। স্থানীয় থিয়েটারের মাধ্যমে অব্রের অভিনয় ভ্রমণ শুরু হয়। নিউইয়র্ক থেকে পড়াশোনা শেষ করে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। নায়িকার প্রথম সিনেমা ‘মিস্ট্রি টিম’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তবে এনবিসির সিটকম ‘পার্ক অ্যান্ড রিক্রিয়েশন’-এর মাধ্যমে অব্রে জনপ্রিয়তা পান।
অন্যদিকে হলিউডে জেফের যাত্রা শুরু ‘কাস্ট অ্যাওয়ে’, ‘হোয়াট লাইজ বিনিথ’-এর মতো সিনেমার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। চিত্রনাট্যকার হিসেবে জেফ যাত্রা শুরু করেন ২০০৪ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘লাইফ আফটার বেথ’ মুক্তি পায় ২০১৪ সালে। সেই সিনেমায় অব্রে ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। জেফের পরিচালনায় তৈরি শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘স্পিন মি অ্যারাউন্ড’। আর তা মুক্তি পেয়েছিল ২০২২ সালে।
নিজেকে উভয়কামী বলে ঘোষণা করলেও ২০১১ সালে জেফের সঙ্গে সম্পর্কে জড়ান অব্রে। সম্পর্কের ১০ বছর পূর্তিতে খুবই ছিমছামভাবে বিয়ে সারেন তারা। গত ৩ জানুয়ারি জেফের মরদেহ উদ্ধার হয়।
শোনা যায়, ঝুলন্ত অবস্থায় ৪৭ বছরের পরিচালকের মরদেহ দেখতে পেয়েছিলেন তার সহকারী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও জেফ বেনার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মার্কিন পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।