ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত কার্টুন ‘পোকেমন’ টিভি সিরিজ, গেম এবং চলচ্চিত্রের সংগীতশিল্পী র্যাচেল লিলিস। ১০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
র্যাচেল লিলিসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পোকেমনের আরেক সংগীতশিল্পী ভেরোনিকা টেইলর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘র্যাচেল ছিলেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তিনি ছিলেন উজ্জ্বল আলো, যা জ্বলে উঠতো কণ্ঠে, গানে, কথায়।’
র্যাচেল লিলিস মিসটি এবং জেসির চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত পোকেমনের ৪২৩টি পর্বে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও বহু জাপানি অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দিয়েছেন তিনি।
২০২৪ সালের মে মাসে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। তার চিকিৎসার খরচ ওঠাতে তহবিল সংগ্রহের উদ্যোগও নেয়া হয়েছিল। সংগ্রহ করা হয়েছিল এক লক্ষ ডলারের বেশি অর্থ। কিন্তু ক্যানসারের কাছে হেরে গত শনিবার (১০ আগস্ট) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র: বিবিসি