• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংগীতশিল্পী হায়দার হোসেন সিসিইউতে, দোয়া কামনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৯:২৫ পিএম
সংগীতশিল্পী হায়দার হোসেন সিসিইউতে, দোয়া কামনা
সংগীতশিল্পী হায়দার হোসেন। ছবি: ফেসবুক ধেকে

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন  হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার একটি  হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে তাকে। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী মিরাজ খান। তিনি সংবাদ প্রকাশকে বলেন, ‘  রবিবার (২৩ জুন) হায়দার হোসেন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে ব্যাথা। সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।’

হায়দার হোসেন অনেক দিন ধরে ডায়াবেটিক সমস্যায়ও ভুগছেন। ফলে তার চিকিৎসা নিয়ে ডাক্তাররা চিন্তার মধ্যে আছেন। 
ভিন্ন ধারার গান করে অনেক আগেই জনপ্রিয়তা পেয়েছেন সঙ্গীতপরিচালক হায়দার হোসেন। তার গানে আলোচনা-সমালোচনা দুটিই থাকে।

বাংলাদেশ বিমান বাহিনীতে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৭৯ সাল থেকে হায়দার হোসেন সংগীত পেশার সঙ্গে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করতেন। এক সময় হায়দার হোসেন নিজেই বেশ খ্যাতি পান।

এ শিল্পীর গাওয়া ‘তিরিশ বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ ও ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে।

 

Link copied!