গীতিকার জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় দিনের পর দিন আদালতে গরহাজির বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তাকে ‘শেষ সুযোগ’ দিল মুম্বাই আদালত। এরপর উপস্থিত না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হবে। তাতে তার গ্রেপ্তারির সম্ভাবনাই বেশি।
কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের এই মামলা প্রায় ৫ বছরের পুরনো। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তোলপাড় ফেলেছিল। আত্মহত্যা না খুন– সেই সময়ে ‘নানা মুনির নানা মত’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাটাছেঁড়া হয়। তবে সবাইকে ছাপিয়ে যায় কঙ্গনার বিস্ফোরক বক্তব্য। সুশান্ত বলিউডের ‘নেপোটিজম’-এর শিকার, এমন মতপ্রকাশ করে কঙ্গনা দায়ী করেছিলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারকে।
দুজনের গোপন এক সাক্ষাৎকারের কথা প্রকাশ্যে এনে মন্তব্য করেছিলেন কঙ্গনা, তা যথেষ্ট অসম্মানজনক বলে মনে করেন বর্ষীয়ান সুরকার। আর তারপরই তিনি মানহানির মামলা করেন।