• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:১৯ পিএম
‘মুজিব’ সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন
শ্যাম বেনেগাল। ফাইল ফটো

ভারতের মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

শ্যাম বেনেগাল ১৯৭০-৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’ সহ বহু ছবি পরিচালনা করেছেন তিনি।

৯০ বছর বয়সে পদার্পণ করেও নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শ্যাম বেনেগাল। গত বছর ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ নামক ছবির পরিচালনা করেছিলেন তিনি। যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামিদামি অভিনেতারা অভিনয় করেছিলেন।

Link copied!