• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় নিয়ে সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১১:৪৫ এএম
রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় নিয়ে সিনেমা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। দুই মাসের বেশি সময় রাজকে জেলে থাকতে হয়েছে। শিল্পার স্বামীর জীবনের সেই অন্ধকারময় দিনগুলো নিয়ে এবার সিনেমা তৈরি হতে চলেছে। এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন রাজ কুন্দ্রা নিজে।

২০২১ সালের ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শিল্পপতি রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল। দুই মাসের বেশি সময় তিনি আর্থার রোড জেলে বন্দি ছিলেন। রাজের পর্নোগ্রাফি মামলার দুই বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে এই মামলা নিয়ে ছবি নির্মাণের খবর বিটাউনে ছড়িয়ে পড়েছে।

পিংকভিলার এক রিপোর্ট অনুযায়ী, তৈরি হতে চলেছে রাজের কারাবাস জীবন নিয়ে একটি সিনেমা। এই ছবিতে আর্থার রোড জেলে বন্দিদশায় তার অভিজ্ঞতার কথা আর এই মামলা ঘিরে সবকিছু দেখানো হবে। রাজ কুন্দ্রার অন্ধকার অধ্যায় নিয়ে ছবিটি বড় পর্দার জন্য নির্মাণ করা হবে বলে শোনা গেছে। বেশ কয়েকটি সূত্রে জানা যায় ছবির মূল চরিত্রে রাজ কুন্দ্রা অভিনয় করবেন।

এমনকি এই ছবির প্রযোজনা থেকে চিত্রনাট্যে তিনি অংশগ্রহণ করবেন। ছবির নাম কী হবে, আর কে পরিচালনা করবেন, এ বিষয়ে এখনও কিছু প্রকাশ্যে আসেনি। তবে শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। ২০২১ সালে বেশ কিছু পর্নো ছবি বানানোর অভিযোগে রাজ কুন্দ্রাকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছিল।

এই মামলায় ফাঁস হয়েছিল যে, কিছু মডেল ও নবীন অভিনেত্রীকে জোর করে এসব পর্নো ছবিতে কাজ করতে বাধ্য করেছিলেন রাজ। দুই মাসের বেশি সময় জেলে কাটানোর পর জামিন পেয়েছিলেন শিল্পার স্বামী। এখনো তিনি জামিনে আছেন।
 

Link copied!