• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জন্মদিনে শাশুড়ি শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা, কেমন রসায়ন কারিনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০১:৪৪ পিএম
জন্মদিনে শাশুড়ি শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা, কেমন রসায়ন কারিনার
অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে কারিনা। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। রোবাবার (৮ ডিসেম্বর) ছিল বরেণ্য এই অভিনেত্রীর জন্মদিন।  বিশেষ এই দিনে শাশুড়িকে খানিকটা মজার ছলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বউমা কারিনা কাপুর। এদিন বিনা মেকআপে একেবারে ঘরোয়া পোশাকে পতৌদি ম্যানশনের অন্দরমহল থেকে শর্মিলার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন কারিনা।

তিনটি ছবির মধ্যে একটিতে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে খোশমেজাজে রয়েছেন তিনি। আরেকটিতে শর্মিলার চোখে সানগ্লাস। শেষের ছবিতে নাতি জেহকে আদর করছেন ঠাকুমা। এমন তিন ছবির ক্যাপশনেই ‘হিরোইন’ লিখেছেন, ‘সবচেয়ে কুল গ্যাংস্টার কে? আমার বলার প্রয়োজন আছে? হ্যাপি বার্থ ডে। সবচেয়ে সেরা।’ 

 মনকাড়া এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে, নবাব পরিবারের শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বেশ মধুর। শাশুড়ির সঙ্গে বেবোর ‘আজব’ রসায়ন দেখে অবাক নেটপাড়া। বাস্তবে শর্মিলা ঠাকুরের সঙ্গে তার বেশ ভাল সম্পর্ক।

২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনা কাপুরের। এর আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। শোনা যায়, অমৃতা ও শর্মিলার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তবে ছেলের বর্তমান স্ত্রীর সঙ্গে বেশ ভাল সম্পর্ক শর্মিলার। যার প্রতিফলন অভিনেত্রীর সামাজিক মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে।

জন্মদিনে ‘কাশ্মীর কি কলি’ র অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন আরও অনেক তারকা। মেয়ে সোহা আলি খান থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই শর্মিলাকে শ্রদ্ধা-ভালবাসা জানিয়েছেন।

Link copied!