• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর জি করকাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০২:৪৭ পিএম
আর জি করকাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী
অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃীহিত

 কলকাতার নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সারা ভারত। ঘটনার নিন্দায় গর্জে উঠেছেন বলিউডের একাধিক তারকাশিল্পী। খুনের ঘটনায় আমজনতা থেকে শিল্পী, সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে।

পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন ঘিরে মন্তব্য করেছেন বলিউড তারকা কঙ্গনাসহ অনেকে। এরই ধারাবাহিকতায় আর জি কর কাণ্ডে মুখ খুললেন বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ভিডিও বার্তায় মিঠুন বলেন, ‘আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি।’

পাশাপাশি নিহত তরুণী ডাক্তারের পরিবারকে সমবেদনা জানিয়ে মিঠুন বলেন, ‘ওর পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার কাছে সবথেকে বড় কাম্য।’

৮ আগস্ট রাতে কর্তব্যরত ছিলেন ওই তরুণী চিকিৎসক। পরদিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয় তার। ধর্ষণ ও খুন করা হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের সিট সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে।

গেল ১২ আগস্ট এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীরা সকলেই পুলিশের ওপর আস্থা না রেখে তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানান। পরদিন মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

আপাতত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে সেখানকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া দফায় দফায় আর জি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ অনেককেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তদন্তভার নেওয়ার চারদিন পরেও যদিও সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। 

Link copied!