হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয়ে সবার নজরে আসেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছায়াছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন।
এবার আবারও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের দর্শকনন্দিত অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ছিলেন তিনি।
রাজধানীর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ইউবিএলের পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে ও বিদ্যা সিনহা মিমের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। এ প্রসঙ্গে অভিনেত্রী মিম বলেন, ‘‘লাক্স এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর, কেননা লাক্স সুপারস্টারের মাধ্যমেই মিডিয়াতে আমার যাত্রা শুরু হয়েছিল।’’
ইউবিএলের পার্সোনাল কেয়ার হেড নীলুশি জায়াতিলেকে বলেন, ‘‘আমাদের অন্যতম লাক্স সুপারস্টার মিমকে ফের লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’’