• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

কোটিপতি ফারিন খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০১:৪৩ পিএম
কোটিপতি ফারিন খান
অভিনেত্রী ফারিন খান। ছবি: সংগৃহীত

টিভির প্রিয় অভিনেত্রী ফারিন খান। একের পর এক নাটকের মধ্যে দিয়ে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। নাটকে অল্প সময়েই পরিচালক-প্রযোজকদের পছন্দের তালিকায় চলে এসেছেন তিনি। 

এবার গ্ল্যামারাস এ অভিনেত্রী নতুন সুখবরের কথা জানালেন। প্রথম তার কোনো নাটক ইউটিউবে ১০ মিলিয়নের ঘর অতিক্রম করেছে। নাটকটির নাম ‘ঠিকানা’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে ফারিন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে। 

গত বছরের মাঝামাঝি বিন্দু ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়ে নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা পায়। যার ধারাবাহিকতায় এবার ১ কোটি ভিউ অতিক্রম করেছে ‘ঠিকানা’। উচ্ছ্বসিত ফারিন বলেন, এটা আমার জন্য বড় পাওয়া আসলে। কারণ সিনেমা থেকে আমি নাটকে কাজ শুরু করেছি খুব বেশি দিন নয়। এরই অল্প সময়ে ভালো ভালো নির্মাতা ও কো আর্টিষ্টদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।

 নিজেকে প্রমাণের মতো কিছু কাজও করতে পেরেছি। ‘ঠিকানা’ নাটকটিও তেমন একটি কাজ। এ কাজটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা আমার জন্য বড় অর্জন।

Link copied!