• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন কোটিতে বিক্রি মাইকেল জ্যাকসনের জ্যাকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৫:২৮ পিএম
তিন কোটিতে বিক্রি মাইকেল জ্যাকসনের জ্যাকেট
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন। (ফাইল ছবি)

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছে ১৪ বছর আগে। মৃত্যুর এত বছরেও তাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সে কারণেই তিনি বার বার সংবাদের শিরোনাম হয়েছেন। তার বহুল আলোচিত লেদারের সাদা-কালো জ্যাকেট বিক্রির কারণে আবারও সংবাদে ফিরে এসেছেন মাইকেল জ্যাকসন। 

আশির দশকে পরা মাইকেল জ্যাকসনের এ জ্যাকেট বিক্রি হয়েছে ৩ লাখ ৬ হাজার ডলারে। বাংলাদেশের মুদ্রায় এর দাম পড়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকা। এমন তথ্য জানিয়েছে বিবিসি।

২০২৩ সালে প্রয়াত তারকাদের মধ্যে সর্বোচ্চ আয় হয় মাইকেল জ্যাকসনের। চলতি বছরে তার আয় হয়েছে সাড়ে ১১ কোটি ডলারের বেশি।

বিবিসি জানাচ্ছে, সাদা-কালো রঙের চামড়ার জ্যাকেটটি পেপসির একটি বিজ্ঞাপনের জন্য পরেছিলেন মাইকেল জ্যাকসন।

গত শুক্রবার লন্ডনে বিরল কিছু সংগ্রহের সঙ্গে নিলামে তোলা হয় এ জ্যাকেটটি। প্রাথমিকভাবে আশা করা হচ্ছিল জ্যাকেটটি দুই লাখ থেকে চার লাখ ইউরোর মধ্যে বিক্রি হবে। শেষ পর্যন্ত এক ব্যক্তি ৩ লাখ ৬ হাজার ডলারে কিনে নেন।

বিবিসি আরও জানায়, এর আগে ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার লস অলিভসে মাইকেল জ্যাকসনের দ্য নেভারল্যান্ড ব্যাঞ্চ নামের ২ হাজার ৭০০ একর জমির ওপর তৈরি বাড়িটি যেখানে ২ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিল, সেখানে এ জ্যাকেটের দাম ৩ লাখ ডলারে বিক্রি হওয়ায় বিস্মিত অনেকে।

তবে এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ১৯৮৪ সালে ওই জ্যাকেট পরে মাইকেল জ্যাকসন পেপসির বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন। দৃশ্যধারণের একপর্যায়ে আগুন ধরে গিয়েছিল মাইকেল জ্যাকসনের ঝাঁকড়া চুলে। তাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি।

মূলত ভয়াবহ ওই স্মৃতির স্মারক হয়ে ওঠার কারণেই জ্যাকেটটির দাম এত বেশি হাঁকা হয়।
 

Link copied!