সুন্দরী হতে আজকাল অনেকেই কসমেটিক সার্জারির সহায় হন। চটপট মেদ ঝরাতে, কোমর আরও সরু করতে সাত সকালে ঘাম ঝরানোর ইচ্ছা বা প্রচেষ্টা অনেকেরই নেই। অনেকেই চান না কঠিন ডায়েট ফলো করতে! বদলে বেছে নেন লাইপোসাকশন!
আর এই পদ্ধতিতে রোগা হতে গিয়েই জীবনের মাশুল গুনলেন মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ডেনিস রেয়েস। যার বয়স হয়েছিলো মাত্র ২৭ বছর!
মেক্সিকোর চিয়াপাসের একটি অননুমোদিত ক্লিনিকে লাইপোসাকশন সার্জারি করান ডেনিস। অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে মারা গেছেন এই ইনফ্লুয়েনসার।
নিউ ইয়র্ক পোস্টের মতে, রেয়েস গত ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিকেল ক্লিনিকে কসমেটিক সার্জারি করেছিলেন। নিয়ম মাফিক যেখানে পদ্ধতির আগে ডা. অরল্যান্ডো গাম্বোয়ার তত্ত্বাবধানে তাকে ওষুধ দেওয়া হয়।
ওই সমাজ মাধ্যম প্রভাবী নিজের অনুগামীদের সাথে নিয়মিত আপডেটও ভাগ করেছিলেন, জানিয়েছিলেন অস্ত্রোপচারের পরে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আচমকাই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তার কাকা রদ্রিগেজের মতে, রেইস অসুস্থ বোধ করতে শুরু করেন এবং সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাকের শিকার হন।
এরপর মেডিকেল স্টাফেরা পরিবারের সদস্যদের জানায়, রেইসের পরিস্থিতি সঙ্কটজনক। পরবর্তীতে তাকে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ ওই কসমেটিক ক্লিনিকে আইসিইউ নেই। তবে রেইসের পরিস্থিতিতে বদল আসেনি। অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
৮ বছরের ছেলে রয়েছে ২৭ বছর বয়সী রেইসের। জানা গেছে, আগে থেকে তার শরীরে কোনরকম সমস্যা ছিল না। মেয়ের অকাল মৃত্যুর পর পরিবারের তরফে ন্যায়বিচার দাবি করা হয়েছে। ওই সার্জন এবং ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রয়াতের পরিবার।
তাদের অভিযোগ চিকিৎসা পদ্ধতিতে গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ডেনিস রেয়েসের। এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলল মেদ ঝরাতে লাইপোসাকশন কতটা সুরক্ষিত সেই প্রসঙ্গে। এনডিটিভি