• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রক্ষণশীল দেশে ইতিহাস গড়তে যাচ্ছে মেটালিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:৩৬ পিএম
রক্ষণশীল দেশে ইতিহাস গড়তে যাচ্ছে মেটালিকা
জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে ইতিহাস গড়তে যাচ্ছে বিখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। সৌদি আরবের ইতিহাসে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চত করেছে মেটালিকা।

এক ইনস্টাগ্রাম পোস্টে মেটালিকা জানিয়েছে, ‘আমরা এখনো ২০২৩ সাল শেষ করতে পারিনি। এরই মধ্যে আশ্চর্যজনকভাবে আমাদের কাছে একটি সুযোগ এসেছে। এইমাত্র একটি বড় উৎসবে পারফর্ম করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের এই অংশে আমরা কখনো পারফর্ম করিনি। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আগামী ১৪ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’

এর আগে ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার পারফর্ম করে মেটালিকা। দীর্ঘ ১২ বছর পর মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে ব্যান্ডটির প্রথম লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সৌদি আরবের সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে মেটালিকা ছাড়াও অন্যান্য বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের সদস্যরা অংশগ্রহণ করবেন।

Link copied!