• ঢাকা
  • রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৮ রমজান ১৪৪৫

এবার ওসাকা ফেস্টিভ্যালে মেহজাবীনের ‘সাবা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:২৮ এএম
এবার ওসাকা ফেস্টিভ্যালে মেহজাবীনের ‘সাবা’
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। সিনেমাটির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। উৎসবে আমি অংশগ্রহণ করব।’ উৎসবটি শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত।

‘সাবা’র মুক্তির খবরও দিলেন সিনেমাটির পরিচালক। আগামী জুনে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছর আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সরে আসি। ভেবেছিলাম, দুই ঈদের মাঝামাঝি সময়ে দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’

দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। এই দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মনুওয়ার।

Link copied!