• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ৩০ শা'বান ১৪৪৬

মেহজাবীন চৌধুরীর বিয়ে আজ, দাওয়াত পেয়েছেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০১:৪৫ পিএম
মেহজাবীন চৌধুরীর বিয়ে আজ, দাওয়াত পেয়েছেন যারা
মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোবাবর (২৩ ফেব্রুয়ারি) হয়েছে তার গায়ে হলুদ। ঢাকার কাছেই এক অবকাশযাপন কেন্দ্রে হয়ে গেল সে আনুষ্ঠানিকতা। সকাল-সন্ধ্যার সেই আয়োজনে ছিল মেহেদি অনুষ্ঠান।  সোমবার ২৪ ফেব্রুয়ারি ওই ভেন্যুতেই থাকবে বিয়ের আয়োজন।

মেহজাবীন বিয়ে করেছেন বিজ্ঞাপন নির্মাতা, নাট্য পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন। গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। ইংরেজি ভাষায় লেখা আমন্ত্রণপত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন মেহজাবীনের বাবা-মা মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরী এবং রাজীবের বাবা-মা বাসেদুল আলম ও সাবেকুন নাহার।

সূত্র জানায়, বেশ কদিন ধরেই ঢাকার ওই অবকাশযাপন কেন্দ্রে চলছিল সাজসজ্জার কাজ। রেবাবার সেখানে গিয়ে হাজির হন বর-কনের বন্ধু-স্বজনরা। 

হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কজন তারকা ও নির্মাতা জানিয়েছেন ছবি না তোলার জন্য বিনম্র আহ্বান ছিল আয়োজকদের পক্ষ থেকে। এমনকি অনেকেই নিজেদের গাড়িতে ফোন রেখে অনুষ্ঠানে প্রবেশ করেছেন। তারপরও যারা ফোন নিয়ে ভেতরে প্রবেশ করেছেন, তাদের উদ্দেশে বারবার মাইকে ছবি না তোলার আহ্বান জানানো হয়।

মেহজাবীনের ভক্তরা কি তাদের বিয়ের ছবি দেখবে না? সূত্র জানিয়েছে, মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্‌দ, গায়ে হলুদ এবং বিয়ের ছবি পোস্ট করবেন। তখন অতিথিরাও তাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারও ছবি পোস্ট না করার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, হলুদের অনুষ্ঠানে প্রায় আড়াইশ অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন। এদিন মেহজাবীন পরেছিলেন বেগুনী লেহেঙ্গা আর আদনান পরেছিলেন কালো পাঞ্জাবি-পায়জামা।

এদিকে মেহজাবীনের বিয়ের দাওয়াত পেয়েছেন, ওটিটি চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, চলচ্চিত্রকার আশফাক নিপুণ, রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সাদিয়া আয়মান, তমা মির্জা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, কণ্ঠশিল্পী এলিটা করিম, জেফার রহমান প্রমুখ। 

চুপিচুপি প্রেম করছিলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। বিনোদন অঙ্গনে তাদের প্রেম নিয়ে ছিল নানান গুঞ্জন। এ নিয়ে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তারা।

কাজের খবর হচ্ছে, সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

Link copied!