ঢাকাই সিনেমার সুজন মাঝিখ্যাত তারকা অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকেই। এদের মধ্যে যেমন আছেন সিনেপাড়ার বাসিন্দা, তেমনি আছে প্রধানমন্ত্রী থেকে রাজনীতিবিদরাও। ঢাকাই ছবির নায়ক ওমর সানী নায়ক ফারুকের প্রয়াণে ফেসবুকে লিখেছেন, “আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। আমিন।”
৭৫ বয়সে প্রয়াত ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি ছিলেন অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার (১৫ মে) সেখান থেকে আসা বার্তায় শোকস্তব্ধ হয় একই সঙ্গে রাজনৈতিক মহল ও সিনেপাড়া।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ দিয়ে ১৯৭১ সালে ফারুকের সিনেমায় অভিষেক। সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ ব্যক্তিত্ব স্বাধীন দেশে চলচ্চিত্র শিল্পে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। চিত্রনায়িকা কবরীর সঙ্গে জুটি বেঁধে বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।