• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

চলচ্চিত্র নির্মাণ ও সমালোচনা নিয়ে মাস্টারক্লাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১০:৪৬ এএম
চলচ্চিত্র নির্মাণ ও সমালোচনা নিয়ে মাস্টারক্লাস

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত মাস্টারক্লাস জাতীয় জাদুঘরের মিলনায়তনে শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মাস্টারক্লাস সেশন পরিচালনা করবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও সাংবাদিক বিধান রিবেরু।

চলচ্চিত্র সমালোচক, লেখক ও সাংবাদিক বিধান রিবেরুর পরিচালনায় ক্লাসের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা জন জোস্ট এবং বেলজিয়ামের আনিয়া স্ট্রেলেক।

জানা গেছে, জন কম বা বিনা বাজেটের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেবেন। এ ছাড়া আলোচনা করবেন ক্যামেরার ব্যবহার, আলো ছাড়া কাজ করা, সম্পাদনা করা এবং অভিনেতাদের সঙ্গে কাজ করা বিষয়ে। আনিয়া স্টোরি টেলিং, সিনেমাটোগ্রাফি, লোকেশন এবং ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের ইন্টারভিউ কৌশল নিয়ে আলোচনা করবেন। এই মাস্টারক্লাসটিতে ছোট দল এবং আন্তর্জাতিক পরিবেশে কীভাবে কাজ করতে হয়, সেই সম্পর্কেও আলোচনা করা হবে।

এ ছাড়া একটি বিশেষ সেশন থাকবে যেখানে স্ক্রিপ্ট পিচিং, ফিল্ম স্টাডিজ এবং ব্যবহারিক ফিল্ম মেকিং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রিতি এবং নির্মাতা তাসমিয়া আফরিন মৌ।

সাদিয়া খালিদ রিতি এই সেশনের নেতৃত্ব দেবেন। তিনি স্ক্রিনপ্লে ল্যাব নিয়ে আলোচনা করবেন। তা ছাড়া তিনি বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র সমালোচনা নিয়ে কথা বলবেন।

তাসমিয়া আফরিন মৌ একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে দুটি বিষয়ে তার অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করবেন: ১. ল্যাবের জন্য একটি চলচ্চিত্র প্রকল্প কীভাবে লিখবেন এবং ২. কীভাবে আপনার চলচ্চিত্র প্রকল্পটি পিচ করবেন।

Link copied!