• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

বিয়ে করলেন শাকিলা, পাত্র কে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৯:২৬ এএম
বিয়ে করলেন শাকিলা, পাত্র কে
শাকিলা পারভীন

বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিয়ের ছবি নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘আর আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’। 

শাকিলার পোস্ট থেকে জানা যায়, তিনি বিয়ে করেছেন ২৩ ফেব্রুয়ারি। ছবি দেখে ধারণা করা যায়, একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শাকিলা। তবে তারা দুজন দুজনকে পছন্দ করেই যে বিয়ে করেছেন, তা ছবিতে শাকিলা ও তার বরের রসায়ন দেখলেই বোঝা যায়। বিয়ের সময় এ অভিনেত্রী পরেছিলেন রানি গোলাপি জমিনের ওপর ভারী কাজ করা বেনারসি। সঙ্গে ছিল সোনালি নেটের ওড়না। আর তার বরের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভেলভেটের পাগড়ি।

বিয়ে করলেন শাকিলা পারভীন | কালবেলা

তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরই মধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

Link copied!