‘অ্যানিম্যাল’ জ্বরে কাঁপছে ভারত। বক্স অফিস কাঁপানো সিনেমাটি ৭ দিনে ব্যবসা করেছে ৫০০ কোটি রুপি। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা কুণাল ঠাকুর। পাত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহন।
আনন্দবাজার পত্রিকা জানায়, রিয়ালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মুক্তি। ‘খাতরোঁ কে খিলাড়ি’ থেকে ‘ঝলক দিখলা যা’সহ একাধিক শোয়ে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী নীতি মোহনের বোন তিনি।
বিয়ের দিন লাল-সাদা লেহেঙ্গায় সেজেছিলেন মুক্তি। স্ত্রী মুক্তির পোশাকের রঙের সঙ্গে মিল রেখে সাদা শেরওয়ানিতে সাজেন কুণাল।
বিয়ের পর যৌথ বিবৃতি দিয়ে কুণাল ও মুক্তি লেখেন, “তোমার মধ্যেই আমি খুঁজে পেয়েছি ঈশ্বরের যোগ। আমি আমার পরিবার, বন্ধু সকলের কাছে কৃতজ্ঞ। স্বামী-স্ত্রী হিসেবে আমরা নতুন জীবন শুরু করলাম, সকলের আশীর্বাদ চাই।”
‘অ্যানিম্যাল’ সিনেমায় কুণাল ঠাকুর অভিনয় করেছেন রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে। এ ছাড়া ‘কবীর সিংহ’ ছবিতে নজর কেড়েছেন তিনি। ‘হু ইজ গাইনি’ ওয়েব সিরিজেও কাজ করেছেন কুণাল।