• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে সেন্সর পেল জিতের ‘মানুষ’, শুক্রবার মুক্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:৩৭ এএম
বাংলাদেশে সেন্সর পেল জিতের ‘মানুষ’, শুক্রবার মুক্তি
‘মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আনকাট সেন্সর পেয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি ভারতে মুক্তি পায় চলতি বছরের ২৪ নভেম্বর। ভারতের সঙ্গে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার মুক্তি পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটি বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন, “আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেল।”

এর আগে গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘মানুষ’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার জিৎ। রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও। অভিনয়ে আরও রয়েছেন কলকাতার জিতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী।

বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, “অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।”

Link copied!