দেশের গুণী পরিচালক মালেক আফসারী আশির দশক থেকে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত আছেন। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে সিনেমা নির্মাণে দেখা যায় না বরেণ্য এই নির্মাতাকে। সামাজিকমাধ্যম ফেসবুক ও ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মালেক আফসারী।
হঠাৎ সিনেমা ছাড়া প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘‘সিনেমা ছেড়ে দিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যস্ত আছি, ইউটিউবিং করি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এটার সঙ্গে ডলার জড়িত। এখানে আমি সময় দিলে সরাসরি পয়সা পাচ্ছি। এটা আমার কাজে লাগছে। আমার আর এফডিসিতে গিয়ে বসে থাকার ইচ্ছা নেই। কিছু নির্মাণের জন্য আবেদন করব, সে মনমানসিকতাও নেই।’’
নির্মাতা বলেন, ‘‘আমি একটা সিনেমা করে যে সম্মানী পাই, মানে সর্বশেষ পাসওয়ার্ড সিনেমায় যেটা পেয়েছি এর চেয়ে বেশি টাকা দুই মাসেই চলে আসে। সহজ করে বললে, মাসে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আসে।’’
২০১৯ সালে পাসওয়ার্ডের পর আর চলচ্চিত্র নির্মাণ না করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘‘সুভাষ ঘাই থেকে প্রকাশ মেহরা, যারা একসময় অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, এমনকি সানি দেওলকে নিয়ে ছবি বানাতেন, তারা এখন আর কেউ ছবি বানান না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। সিনেমা ছেড়ে দিয়ে যে স্যোশাল মিডিয়ায় ব্যস্ত আছি, ইউটিউবিং করি, এটা আমার কাছে বেশি ভালো লাগে।’’