• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

শুটিংয়ে মালয়েশিয়ান অভিনেত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০১:৪৪ পিএম
শুটিংয়ে মালয়েশিয়ান অভিনেত্রীর মৃত্যু
মালয়েশিয়ান অভিনেত্রী কুইনজী চেং। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং মারা গেছেন।  শুটিংয়ের সময় অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান এই অভিনেত্রী। খবর দ্য স্ট্রেইট টাইমস

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মালয়েশিয়ান গার্ল গ্রুপ এম-গার্লসের সদস্য কুইনজী সেলাঙ্গরের দামানসারায় একটি প্রোজেক্টের শুটিংয়ের সময় মারা গেছেন। দেশটির শিল্পী চাই জি গায়িকার মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে কুইনজীর। আমরা সকাল ৮টার দিকে দামনসারা পৌঁছেছিলাম এবং সকালের নাশতা করে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করি। তখন তাকে সুস্থ মনে হয়েছিল।”

চাই আরও বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। তখন কুইনজী জানান যে মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করছেন তিনি। সে বমি করার পর সেটে উপস্থিত থাকা কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ডাকে। তখনও সচেতন ছিলেন কুইনজী। তখন তিনি মোবাইল ফোনে পাসকোডও দিয়েছিলেন, যাতে মেডিকেল রেকর্ডের জন্য তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যায়। যখন তারকা জ্ঞান হারিয়ে ফেলেন, তখনও শ্বাস নিচ্ছিলেন। তবে তার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার হাত-পা ও ঠোঁট বেগুনি হয়ে যায়। অ্যাম্বুলেন্স পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছালেও তাকে আর ফেরানো যায়নি। মারা যান কুইনজী।”

সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী মূলত মালয়েশিয়ায় তার চীনা নববর্ষের গানের জন্য অধিক পরিচিত ছিলেন। অ্যাঞ্জেলিন খু, ক্রিস্টাল ওং এবং ক্যাস সিনের সঙ্গে ২০০০ সালে এম-গার্লসে যোগ দেন। গ্রুপটি ২০০১ সালে আত্মপ্রকাশ করে এবং ২০১৭ সালে বিরতিতে যায়।

Link copied!