ছোট পর্দার প্রিয় মুখ অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার (২৩ ফেব্রুয়ারি) আশুলিয়ায় নিজবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এদিন ভোররাতে ডাকাতির উদ্দেশে বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। পরে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন আজাদ।
পাশাপাশি অভিনেতার স্ত্রী ও মা দুজনই গুরুতর আহত হন বলেও জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। আহত তিনজনই এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা তপু খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তপু লিখেছেন, “ঘরের ভেতরে কে দেবে নিরাপত্তা? আছে কোনো উত্তর?” এই নির্মাতা আরও লিখেছেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক মায়া লাগছে...। দেশের মানুষের উচিৎ তাদের সাহায্য করা।”
২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে।