চলচ্চিত্র নির্মাতা সি বি জামান আর নেই। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার একমাত্র ছেলে সি এফ জামান।
তিনি বলেন, ‘আব্বু গুরুতর অসুস্থ হয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। প্রথমে আমরা ভেবেছিলাম, স্ট্রোক করেছেন। পরে জানা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। আর কিছুক্ষণ আগে আরও একবার অ্যাটাক হয়। তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।’
সি এফ জামান জানান, হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়। সবমিলিয়ে জটিল সমীকরণে চলে যান এই গুণী নির্মাতা।
দাফনের বিষয়ে সি এফ জামান বলেন, ‘আমার চাচা রওনা হয়েছেন। তিনি শান্তিবাগে থাকেন। তিনি জানালেন, আমাদের পরিবারে সদস্যদের কবর তো সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে হয়, সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।’
জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সি বি জামান। সেখান থেকে উদ্ধারের পরে কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে এদিন বিকেল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাঁকে আইসিইউতে ভর্তি করেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, সি বি জামান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।