• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২ দিনে মহেশ বাবুর সিনেমার আয় ১৩০ কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:১৩ পিএম
২ দিনে মহেশ বাবুর সিনেমার আয় ১৩০ কোটি টাকা
অভিনেতা মহেশ বাবু । ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ২ দিনে সিনেমার আয় ১৩০ কোটি টাকা। তাকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। ১২ বছর পর একসঙ্গে এ সিনেমায় কাজ করছেন তারা। গত ১২ জানুয়ারি বিশ্বের ২ হাজার হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মহেশ বাবু অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘গুন্তুর করম’। মুক্তির পর থেকে বরাবরের মতোই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন মহেশ বাবু। বক্স অফিসেও ভালো আয় করছে সিনেমাটি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘গুন্তুর করম’ দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৯ কোটি রুপি। শুধু ভারতে এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৭৪ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী যার মোট আয় ৯৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩০ কোটি ৯২ লাখ টাকার বেশি।

‘গুন্তুর করম’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তা ছাড়াও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ১৫০-২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন এস রাধা কৃষ্ণা। 

 

 

Link copied!