হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় পপ তারকা ম্যাডোনাকে। গত ২৪ জুন জ্ঞান হারালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয় ৬৪ বছর বয়সী কিংবদন্তি এই গায়িকাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স এর এক প্রতিবেদনে এ তথ্য পয়ায়া গেছে।
বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের ম্যাডোনার অসুস্থতার কথা জানিয়ে তার ম্যানেজার বলেন, একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে ম্যাডোনার। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে তাকে।
তিনি আরও বলেন, তার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী অনুষ্ঠানগুলো বাতিল করা হচ্ছে। এমনকি তার ওয়ার্ল্ড ট্যুরও আপাতত স্থগিত করা হচ্ছে। গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে গাই ওসেরি জানান, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ম্যাডোনা। এখনো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি। আশা করা যাচ্ছে, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন।
ম্যাডোনার যতগুলো শো বা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সেসব সাময়িকভাবে স্থগিতের ঘোষণাও দিয়েছেন গাই ওসেরি।