• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

মেয়ে ভক্তের মেসেজের উত্তর দিয়ে বিপাকে নায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৪:২০ পিএম
মেয়ে ভক্তের মেসেজের উত্তর দিয়ে বিপাকে নায়ক
অভিনেতা মাধবন । ছবি: কোলাজ

রোমান্টিক সিনেমা ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-তে অভিনয় করার পর থেকে আর মাধবনের নামের পাশে রোম্যান্টিক নায়কের তকমা পড়ে গেছে। এই সিনেমার পরই তার ভক্ত সংখ্যা বিশেষকরে নারী ভক্তের সংখ্যা বহুগুণ বেড়েছে। ছোট-বড়, নারী-পুরুষ সকলেই তার অভিনয় পছন্দ করে, যা তাকে জনপ্রিয় অভিনেতাদের একজন করে তুলেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অল্পবয়সী মেয়ে ভক্তের প্রশংসামূলক মেসেজের জবাব দেন মাধবন। এরপরই  নতুনকরে আলোচনায় এসেছেন তিনি। তিনি একটি ইভেন্টে এ প্রসঙ্গে কথা বলেন। আসলেই প্রকৃত ঘটনা কী, তা শেয়ার করেন এই অভিনেতা।

তিনি জানান, অনেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেজ পাঠান। সম্প্রতি একটি অল্পবয়সী মেয়ে তাকে মেসেজ দেয়। মেসেজে মেয়েটি লেখেন, ‘আমি তোমার এই সিনেমাটি দেখেছি। আমার সত্যিই ভালো লেগেছে। আমি জানি তুমি একজন অসাধারণ অভিনেতা। সেটার প্রমাণ পেলাম আবারও। তুমি আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করো।’  

সেইসাথে মেয়েটি মাধবনকে অনেকগুলো হার্ট ইমোজি, চুমুর ইমোজি পাঠান। ভক্তকে এত আবেগ দিয়ে কথা বলতে দেখে মাধবন উত্তর দিতে বাধ্য হন।

মেয়েটির মেসেজের জবাব দিয়ে মাধবন লেখেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’

কিন্তু মুশকিল বাধে এরপর। ভক্ত অভিনেতার মেসেজের একটি স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর থেকে চাউর হয়, মাধবন শুধু অল্পবয়সি মেয়েদের  মেসেজের উত্তর দেন। শুধু তাই নয়, এটাও বলা হয়, মেয়েটির চুম্বনের প্রতিউত্তর দিয়েছেন অভিনেতা।

‘তানু ওয়েডস মানু’ অভিনেতা স্পষ্ট করে বলেন, ‘আমার শুধুমাত্র উদ্দেশ্য ছিল তার মেসেজের জবাব দেওয়া, অন্যকিছু নয়। অথচ লোকে কত সহজেই সিদ্ধান্ত দিয়ে দেয় যে, ম্যাডি শুধুমাত্র অল্পবয়সি মেয়েদের সঙ্গে কথা বলেন।’

এই ঘটনাটি শেয়ার করে মাধবন এটাই মনে করিয়ে দিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কীভাবে তিলকে তাল বানানো হয়। এমনকি কারও জীবন, ভাবমূর্তি নষ্ট করা হয়।

সূত্র: পিংকভিলা 

Link copied!