• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মারা গেলেন সালমান শাহ-শাবনূরের সিনেমার পরিচালক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৩:৪১ পিএম
মারা গেলেন সালমান শাহ-শাবনূরের সিনেমার পরিচালক
পরিচালক এম এ খালেক, ডানে তার সিনেমার পোস্টার। ছবি সংগৃহীত।

সালমান শাহ-শাবনূরের জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক মারা গেছেন। 

মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পাঁচ দিন আগে তাকে বাসায় আনা হয়। বুধবার (৩ জানুয়ারি) মধ্যরাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার আগে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এম এ খালেকের পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে ঢাকার মতিঝিলে পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পরে কয়েকজন পথচারী তাকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পাঁচ দিন আগে তাকে বাসায় আনা হয়। বুধবার মধ্যরাতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতাল নেওয়ার আগে রাত ৩টার দিকে এম এ খালেকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি)  জোহরের নামাজের পর মধুবাগে তার জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা এম এ খালেককে ‘গার্ড অব অনার’ প্রদান শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে  সমাহিত করা হয়েছে।

সালমান শাহ ও শাবনূরকে নিয়ে নির্মিত এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৯৫ সালের ১১ মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেন নুরুল ইসলাম।

 

Link copied!