বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। রূপে গুনে এখনো সেরা তিনি। তাকে এক ঝলক দেখার জন্য ঘিরে ধরেন ভক্তরা। বলিউড এই অভিনেত্রীকে দেখলে তার সঙ্গে ছবি তুলতে দৌড়ে আসে অনুরাগীরা। অভিনয়ে দীর্ঘ সময় পেরোলেও এখনও ধরে রেখেছেন নিজের রূপ, সৌন্দর্য।
রূপের সাথে পাল্লা দিয়ে পরেন দামি পোশাক আর গয়না। ব্যক্তিগত যাতায়াতে ব্যবহার করেন বিলাসবহুল একাধিক গাড়ি। যার কোনোটার দাম ৬ কোটি আবার কোনোটার দাম ১০ কোটি। এত টাকার উৎস কী রেখার, জানেন?
রেখা সাজসজ্জা আর প্রতিদিনের লাইফস্টাইলে বিপুল অর্থ ব্যয় করেন। দামি কাঞ্জিভরম শাড়ি আর ভারী সোনার গয়না ছাড়া অন্যকিছু পরতে দেখা যায় না এ অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বর্ষীয়ান এ অভিনেত্রীকে এখন রুপালি পর্দায় খুব একটা দেখা না গেলেও, প্রতিমাসেই রেখা আয় করেন বিপুল পরিমাণ অর্থ। আর সে টাকাই নিজের বিলাসবহুল জীবন চালাতে ব্যয় করেন তিনি।
জানা গেছে, সত্তর দশকে যখন রেখা হিট নায়িকা ছিলেন তখন প্রতি সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিতেন ১৪ কোটি রুপি। এখনও বেশ কয়েকটি নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে ৬ কোটি রুপি পারিশ্রমিক হিসেবে পান রেখা।
পান ২০১২ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার সরকারি ভাতা। ব্যক্তিগত সম্পত্তির মধ্যে রয়েছে ১০০ কোটির বিলাসবহুল বাংলো। এ মুহূর্তে রেখার স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা। অন্যদিকে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য বার্ষিক প্রায় ৬৫ লাখ রুপি সম্মানি পান এ কিংবদন্তি অভিনেত্রী।