• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় মঞ্চ মাতাবেন লাকি আলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:৫৩ পিএম
ঢাকায় মঞ্চ মাতাবেন লাকি আলি
লাকি আলি। ছবি: সংগৃহীত

এবার ঢাকা মাতাতে আসছেন সুরের জাদুকর লাকি আলি। লাকি আলির গানে মুগ্ধতা ছড়াবে ঢাকার আকাশ বাতাস। লাকি আলী ছাড়াও অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী অর্ণব, পাকিস্তানি গায়ক হাসান রাহিম।

জানা গেছে, একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতীয় জনপ্রিয় এই গায়ক। আগামী ৬ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে। ‘বাই হেয়ার নাউ’নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে, কনসার্টের টিকিট এখনো ছাড়া হয়নি। খুব শীঘ্রই দাম চূড়ান্ত করে টিকিট ছাড়া হবে। কীভাবে অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে তাও আগে থেকেই জানিয়ে দেয়া হবে।

‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো আলোচিত গানের শিল্পী ভারত ছাপিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়। গানের পাশাপাশি অভিনয়েও পাওয়া গেছে লাকিকে।

লাকি আলি বলিউডের কৌতুক অভিনেতা মেহেমুদ আলির ছেলে। তিনি পপ গায়ক হিসাবে পরিচিতি পান ‘সুনো’ অ্যালবামের মধ্য দিয়ে। সুনো অ্যালবামের তার গান ‘ও সানাম’লাকি আলির কর্মজীবন সুদূরপ্রসারী এবং অন্যতম সেরা ভারতীয় পপ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

Link copied!