• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ রমজান ১৪৪৬

মঞ্চে অঝোরে কান্না নেহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৭:৪০ পিএম
মঞ্চে অঝোরে কান্না নেহার
নেহা কাক্কার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক কনসার্টে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর মঞ্চে উঠে অঝোরে কাঁদলেন নেহা কাক্কার। বলিউডের এই  জনপ্রিয় গায়িকা যদিও মঞ্চে উঠে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এর পরই শুরু করেন অঝোরে কান্না। চড়া মূল্যে টিকিট কেটে আসা দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর খেপে যান তারা।

মঞ্চে গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন।
আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। শোয়ের শেষে যাতে সবাই আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।’

নেহার এমন কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দেয়। দর্শক আসন থেকে আসতে থাকে একের পর এক মন্তব্য। একজন বলেন, ‘যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।’

এ কথা কানে যায় গায়িকার। অপমানিত নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।’ তারপর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন নেহা।

Link copied!