• ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০, ২৫ শা'বান ১৪৪৬

‘স্বর্গ’ দিয়ে লিমনের বাজিমাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩১ পিএম
‘স্বর্গ’ দিয়ে লিমনের বাজিমাত
গানের মডেল ও কণ্ঠশিল্পী শেখ লিমন । ছবি: সংগৃহীত

সম্প্রতি কণ্ঠশিল্পী শেখ লিমন প্রকাশ করেছেন ‌‌‘স্বর্গ’ নামের গানচিত্র। সুদীপ কুমার দীপের লেখা ও আভ্রাল সাহিরের সুর-সংগীতে গানটি মুক্তির মাত্র চার দিনে ভিউ হয়েছে প্রায় পাঁচ লাখ। গানচিত্রটি পরিচালনা করেছেন মাহিন আওলাদ। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।

রোমান্টিক ঘরানার গানটি নিয়ে লিমন বলেন, ‌‘শ্রোতাদের ভালোবাসায় আমি দারুণ খুশি। সাধারণত এখন ইউিটউবে তেমন দর্শক সাড়া পাওয়া যায় না। সেখানে আমার গানটি সবাই লুফে নিয়েছেন। অডিওর সঙ্গে ভিডিওটি দারুণ হওয়ায় সবাই প্রশংসাও করছেন। আগামীতেও এই ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। ইচ্ছে আছে ঈদেও আরেকটি গান প্রকাশ করার।’

মাহিন আওলাদ বলেন, ‘অনেক সময় বাজেট স্বল্পতার কারণে আমরা ভালো কিছু করতে পারি না। এই গানটির ক্ষেত্রে ভালো বাজেট থাকায় নিজের মতো করে কাজ করতে পেরেছি। মডেল হিসেবে চমক ও ইমরান দারুণ করেছেন। তাদেরও ধন্যবাদ।’

Link copied!