তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা ‘লিও’ ভারতীয় বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিচ্ছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলছে বক্স অফিসে।
বলিউডের বক্স অফিসের তথ্য দেওয়া ‘বলি মুভি রিভিউজ ডটকম’ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ২২ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ১৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৮৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৪২ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ‘লিও’ সিনেমার আয়ের পরিমাণ কমছে। তবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সবচেয়ে কম আয় করে এটি। এ পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় বিজয়ের এই সিনেমার অবস্থান চতুর্থ।
‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে। যদিও এ বিষয়ে এখনো জানা যায়নি। তবে মুক্তির পর সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
এছাড়াও মুক্তির প্রথম দুইদিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপি। যার ভেতর প্রথম দিনের শোয়ের প্রায় ১৮ লক্ষ টিকেট বিক্রি বাবদ ৩৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যা ইতোমধ্যেই তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড।
প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি। সিনেমাতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।