• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০২:০৩ পিএম
কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন মারা গেছেন
তালাত হুসেন । ছবি: সংগৃহীত

মারা গেলেন পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন। দীর্ঘ অসুস্থতার পরে রবিবার ৮৩ বছর বয়সে চলে গেলেন তিনি।

তালাত হুসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের করাচি প্রেসিডেন্ট আহমেদ শাহ।

 তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

১৯৪০ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তালাত হুসেন। লন্ডন অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে পড়াশোনা করেছেন তিনি।  পাকিস্তানের রেডিও, টেলিভিশন, মঞ্চ নাটক এবং বড় পর্দায় বহু প্রশংসিত কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আরজুমান্দ, আনসু, বন্দির, দেশ পরদেশ, তারিক বিন জিয়াদ, ঈদ কা জোরা, ফানুনি লতিফে হাওয়ায়ে।

১৯৮৯ সালের সিনেমা ‘সৌতান কি বেটি’-তে তালাত হুসেন বলিউড তারকা জিতেন্দ্র ও রেখার সাথে অভিনয় করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ‘যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনও পূরণ হবে না।’
তালাত হুসেনকে ১৯৮২ সালে প্রাইড অব পারফরমেন্স এবং ২০২১ সালে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে
 

Link copied!