• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০, ২৪ শা'বান ১৪৪৬

সেদিন কী ঘটেছিল, বর্ণনা দিলেন লামিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:৩৬ এএম
সেদিন কী ঘটেছিল, বর্ণনা দিলেন লামিয়া
লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্লীলতাহানি ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরী মেয়ে লামিয়া চৌধুরী। তিনি বলেন, “প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এদিন হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে। 
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যায়। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

লামিয়া আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

ছেলে দীপ্ত ও মেয়ে লামিয়ার সঙ্গে দিতি

মা ও ভাইয়ের সঙ্গে লামিয়া। ছবি : সংগৃহীত

লামিয়া বলেন, ‘প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনোরকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। তবে আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

লামিয়া আরও বলেন, ‘এখন থানায় গিয়ে অভিযোগ করব।’ তার মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান লামিয়া।
তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার (প্রীতি) ওপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন। তাঁর ৪ নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ৯ বছর আগে মারা গেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।

 

Link copied!