শোবিজের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। আগের মতো পর্দায় নেই তার উপস্থিতি। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাইমলাইটে আসেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন এই তারকা। তবে ভিন্ন পরিচয়ে। পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। শুধু তাই নয়, নিজের গল্পের বই ‘অজাগতিক ছায়া’র ‘শরতের জবা’ গল্প থেকে সিনেমার চিত্রনাট্য করা হয়েছে। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি প্রকাশিত হয়।
শুক্রবার (১১ অক্টোবর) শুক্রবার মুক্তি পাচ্ছে কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’। ছবিটিতে অভিনয়ও করেছেন তিনি। আজ মুক্তির প্রথম দিনই ঢাকার একটি প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙে বসে নিজের সিনেমাটি দেখবেন তিনি।
শুক্রবার ঢাকার চার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শরতের জবা’।
কুসুম বলেন, ‘আজ বিকেলে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে যাবো। আমার সঙ্গে যাবেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। সিনেমাটি দেখার পাশাপাশি দর্শকদের সঙ্গেও দেখা করবো, তাদের কথা শুনবো।’
লাক্স তারকা হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন কুসুম সিকদার। অভিনয় করেছেন টিভিনাটক ও সিনেমায়। দুজায়গাতেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা। কুসুম ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।