মুম্বাইয়ে এবারই প্রথম দুর্গাপূজা শুরু করলেন গায়ক কুমার শানু। উত্তর মুম্বাই শহরতলির আন্ধেরির পশ্চিমে ভারসোভা ওয়েলফেয়ার গ্রাউন্ডের মাঠে প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে মূল দুর্গামণ্ডপ, লাইফস্টাইল ও ফুড স্টল এবং সঙ্গীতানুষ্ঠানের জন্য আলাদা আলাদা জায়গা বেছে নেওয়া হয়েছে।

মূল দুর্গামণ্ডপ তৈরি করা হয়েছে গ্রামবাংলার আদলে। মণ্ডপ তৈরিতে শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বগুলার উত্তম সরকার। তিনি তার সহকারীদের নিয়ে দুর্গাপূজার ১৫ দিন আগে থেকেই এখানে এই মণ্ডপ তৈরি করেছেন।

ষষ্ঠীর দিন কুমার শানুর দুর্গাপূজা উদ্বোধন করেন মহারাষ্ট্রের রাজ্যপাল। উদ্বোধনের পর গায়ক শানু মা দুর্গাকে বরণ করে নিলেন পঞ্চ প্রদীপ জ্বালিয়ে।

কোনো পশ্চিমি পোশাকে নয়, বাঙালির চিরন্তন পাজামা-পাঞ্জাবি পরে মা দুর্গার পূজায় যোগ দিলেন কুমার শানু। সপ্তমীর দিন সাদা পাজামা-পাঞ্জাবিতে কুমার শানুর পুজোর পর নিজে হাতে আরতি করলেন মা দুর্গাকে। সঙ্গে সঙ্গে সেইসব ছবি ক্যামেরাবন্দি হয়ে গেল।