একটা সময় বলিউড মাতিয়েছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি। অভিনয়ে এখন খুব একটা নেই। দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নারীদের প্রবণতা নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার বক্তব্যের ক্লিপটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে সোনালি কুলকার্নি বলেন, “ভারতে এমন অনেক নারী আছেন যারা এমন প্রেমিক বা স্বামী চান যাদের ভালো চাকরি আছে, বাড়ি আছে, যার মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু এমন পুরুষকে বিয়ে করলে সে নিজে কী করবে?— এই প্রশ্ন নিজেকে করার সাহস সেই নারীদের থাকে না।”
সোনালি বলেন, “নারীর তুলনায় পুরুষদের ওপর রোজগার করার চাপ বেশি থাকে। অনেক ছেলের ১৮ বছর বয়স হতে না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে ২৫-২৭ বছর বয়স পর্যন্ত অনেক নারী কাজ করার কথা ভাবেনই না।”
তিনি আরও বলেন, “আমি সবাইকে উপদেশ দেব, আপনি আপনার বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে সে তার নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।”