• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হোটেল থেকে কোরিয়ান পপ গায়িকার মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৪:২৫ পিএম
হোটেল থেকে কোরিয়ান পপ গায়িকার মরদেহ উদ্ধার

হোটেল রুম থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৯।

সোমবার (১৫ মে) হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কোরিয়ার কর্তব্যরত পুলিশ বলছে, ২৯ বছর বয়সি এই তারকার মরদেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। যার ভিত্তিতে পুলিশ হাইসুর মৃত্যু আত্মহত্যা বলে ধরে নিলেও নেটিজেনরা এ গায়িকার মৃত্যুকে রহস্যের চোখেই দেখছেন। কেননা হাইসুর সুইসাইড নোটে কী লেখা ছিল তা এখনও পুলিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে আনেননি।

জানা গেছে, ১৩ মে হোটেল রুমে হাইসুর মরদেহ প্রথম দেখেন হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় গায়িকার পরিচয় গোপন রাখেন তারা। কয়েকটি গণমাধ্যমের দাবি, শুক্রবার (১১ মে) উদ্ধার করা হয়েছে গায়িকা হাইসুর মরদেহ।

জানা যায়, কোরিয়ার ট্রট ধারার এ গায়িকার আসল নাম কিম সু-হিউন। হাইসু ১৯৯৩ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে গানের প্রতি আলাদা টান থেকে সংগীত বিষয়ে পড়াশোনা করা হাইসু বিশেষ ধরনের এক স্টাইলে গাইতেন। যার নাম ‘পানসোরি স্টাইল’। এটি অনেকটা গাথাকাব্যের ধাঁচে গাওয়া হয়। ২০১৯ সালে একক অ্যালবাম ‘মাই লাইফ, মি’ দিয়ে আত্মপ্রকাশ করেন।

Link copied!