• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

২৯ বছর বয়সে কোরিয়ান অভিনেত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০১:৩৯ পিএম
২৯ বছর বয়সে কোরিয়ান অভিনেত্রীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পার্ক সু রিয়ুন মারা গেছেন। রোববার (১১ জুন)  সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান ‘স্নোড্রপ’খ্যাত এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ২৯ বছর।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, জেজু আইল্যান্ডে পার্ক সু রিয়ুনের একটি অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার আগে সিঁড়ি থেকে পড়ে যান তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তার ‘ব্রেন ডেথ’।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রয়াত এ অভিনেত্রীর অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তার বাবা-মা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সু রিয়ুনের বাব-মা বলেন, “তার মস্তিষ্ক অচেতন। কিন্তু হার্ট কাজ করছে। এমন নিশ্চয়ই অনেকে আছেন যাদের অঙ্গের প্রয়োজন। তাই আমরা অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো অন্য কারও মধ্যে তার হৃদস্পন্দন শুনতে পাব।”

এদিকে সু রিয়ুনের অকালমৃত্যুতে অভিনেত্রীর পরিবার এবং ভক্তরা শোকস্তব্ধ।

১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন পার্ক। তিনি কোরিয়ান পপ এবং নাটকের জনপ্রিয় মুখ ছিলেন। মিউজিক্যাল ইল তেনোরের মাধ্যমে সংগীত জগতে অভিষেক হয় তার। এরপর দ্য ডেস উই লাভড, ফাউন্ডিং মিস্টার ডেসটিনিতে অভিনয় করেছেন পার্ক।

 

 

 

Link copied!