• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পর্দা উঠেছে কলকাতা চলচ্চিত্র উৎসবের, নেই বাংলাদেশের কোনো ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০২:২০ পিএম
পর্দা উঠেছে কলকাতা চলচ্চিত্র উৎসবের, নেই বাংলাদেশের কোনো ছবি
উৎসবের উদ্বোধনী মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অতিথিরা। ছবি: সংগৃহীত

পর্দা উঠেছে কলকাতা ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দক্ষিণ কলকাতার ধনধান্য মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী আয়োজনে দেখানো হয় তপন সিনহার ’গল্প হলেও সত্যি’ চলচ্চিত্রটি।

উৎসবের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীসহ দেশ–বিদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে মমতা বলেন, ‘সিনেমার কোনো বাউন্ডারি নেই। সিনেমার ভাষা, রং ও কথা আলাদা হলেও এই সিনেমাই দেশে দেশে বন্ধুত্বের সেতু গড়ে তুলতে পারে। সংস্কৃতিকে এগিয়ে নিতে পারে। বাংলা সিনেমা এগিয়ে চলুক। বাংলা হোক বিশ্ববাংলা। জয় বাংলা।’

এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২১ দেশের ১৭৫টি চলচ্চিত্র দেখানো হবে। আরও দেখানো হবে ৩০টি স্বল্পদৈর্ঘের সিনেমা। এবারের উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। ফ্রান্সের ২১টি চলচ্চিত্র দেখানো হবে। তবে এবারের উৎসবে নেই বাংলাদেশের কোনো সিনেমা।

উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার ২০টি প্রেক্ষাগৃহ ও মিলনায়নে উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্র দেখানো হবে। 

Link copied!