নতুন বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চে এক নারী ভক্তকে চুমু খেয়েছেন। তবে সমালোচনা গায়ে মাখছেন না উদিত নারায়ণ। তার দাবি ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না বলেই এমনটি করেছেন।
মঞ্চে ‘টিপ টিপ বারসা পানি’ গানটি পরিবেশন করছিলেন উদিত। মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফি তুলতে। সেলফির আবদার মেটালেনও তিনি। কিন্তু ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তদের চুমু খেলেন। এমনকি একজনের ঠোঁটেও চুমু খেলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। জনপ্রিয় এ গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না ভক্তরা। ‘উদ্ভট’ আচরণের জন্য শিরোনাম হলেন বলিউড গায়ক উদিত নারায়ণ।
সামাজিক মাধ্যমে উদিত নারায়ণ লিখেছেন, ‘আমার পরিবারে কোনো বিতর্ক নেই। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আমি যখন স্টেজে গান গাই, তখন ভক্তরা এই রকমই আবদার করে। আমাদেরও উচিত ওদের খুশি করা। দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সব সময় ভালোবেসেছে। আমিও হাতজোড় করে তাদের ভালোবাসাকে সম্মান করেছি। একটাই কথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।’
তাছাড়া এই বিতর্ক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসকেও এক সাক্ষাৎকার দিয়েছেন উদিত নারায়ণ।
তিনি বলেন, ‘কেউ কেউ আমাদের এটা করতে উৎসাহ দেন, এভাবেই আমাদের প্রতি তাদের ভালোবাসা জানান। এগুলো সবই ওদের পাগলামি। এতে এত নজর দেয়ার মতো কিছু হয়নি।’
উদিত নারায়ণ বলেন, ‘আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে। ওরা আমায় ভালোবাসেন। আমাদেরও তো ওদের খুশি করতে হয়।’