অভিনয়ের প্রথম দিকে ‘পাগলু’ আর ‘শত্রু’র বক্স অফিসে যুদ্ধ লাগলেও, বাস্তবে জিৎ আর দেব একেবারেই কাছের মানুষ। ফিল্ম পার্টি হোক বা প্রিমিয়ার শো। দুজনে দেখা হলেই আড্ডা। এই যেমন, সম্প্রতি জিৎ ও রুক্মিণী মৈত্রর বুমেরাং ছবির প্রিমিয়ারে দুজনে দেখা হতেই, অনুরাগীরা বলে উঠলেন, দেব-জিতের একসঙ্গে ফের ছবি চাই! তবে সে তো অন্যগল্প। নতুন গল্প হল, বক্স অফিসের লড়াই ভুলে, তারকাসুলভ ইগো একপাশে রেখে দেবের খাদানকে শুভেচ্ছা জানালেন জিৎ। আর শুধুই শুভেচ্ছা নয়, দেবকে দিলেন বিশেষ টিপস।
বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত দেবের খাদান। যে ছবির টিজার মুক্তির পর থেকেই হইচই পড়ে গিয়েছিল, অবশেষে সেই ছবি বড়পর্দায়। তবে এই ছবি সিনেমা হল পাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই সমস্যা কাটিয়ে বাংলা জুড়ে এখন শুধু খাদান আর খাদান। আর তাই তো দেবের ‘খাদান’ মুক্তি পেতেই, দেবকে শুভেচ্ছা জানালেন জিৎ। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘ব্যক্তিগত ভাবে দেবকে কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই |’
‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
তাতে সম্প্রতি বাহবা পড়ল ট্রেলারে। আর তা দেখে যা বোঝা যাচ্ছে, নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে।
যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে। তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের। নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন।
দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা। বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষে প্রতিবছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর এবার ‘খাদান’-এর পালা।