মারা গেছেন কেজিএফ অভিনেতা কৃষ্ণা জি রাও। সোমবার (৭ ডিসেম্বর) দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে অভিনেতার মৃত্যু হয় বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। মধ্যরাতে হঠাৎই অসুস্থবোধ করেন দ্রুত তাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
কেজিএফ সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন কৃষ্ণা জি রাও। সিনেমায় তার একটি সংলাপ বেশ জনপ্রিয়তা পায়—‘একটা উপদেশ দিই, স্যারের পথে দাঁড়াতে যাবেন না।’
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কেজিএফ সিনেমার প্রথম কিস্তির মৃত্যুর পর গত ৪ বছরে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেন কৃষ্ণ জি রাও। সহকারী পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন কয়েক দশক ধরে।
কদিন আগেই প্রকাশ্যে এসেছে কৃষ্ণার নতুন সিনেমা ‘ন্যানো নারায়ণাপ্পা’র ট্রেলার। এতে রাবণের মতো দশ মাথাওয়ালা একটি চরিত্রে দেখা গেছে। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।