• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

বিয়ের আগেই মা হলেন কার্তিকের ‘প্রেমিকা’ শ্রীলীলা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪৫ পিএম
বিয়ের আগেই মা হলেন কার্তিকের ‘প্রেমিকা’ শ্রীলীলা!
ছবি: সংগৃহীত

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে সরগরম বিনোদুনিয়া। ‘পুষ্পা ২’ খ্যাত নায়িকার অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়।  উপরন্তু অনুরাগ বসুর পরবর্তী রোম্যান্টিক সিনেমায় শ্রীলীলাকে দেখা যাবে শুনে কাশ্মীর থেকে কন্যাকুমারী মজেছেন এই নায়িকাকে নিয়ে। 

এমন আবহেই খবর, বিয়ের আগেই সন্তানসুখ লাভ করেছেন শ্রীলীলা! নিজের কন্যাসন্তানের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

আসলে শ্রীলীলার এক পোস্ট থেকেই তার মা হওয়ার জল্পনার সূত্রপাত। যেখানে অভিনেত্রী শিশুকন্যার সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার মনে তোমায় স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু ব্যাপারটা কী? জানা যায়, শ্রীলীলা আসলে ওই শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। এই অবশ্য প্রথম নয়। বছর দুয়েক আগেই দুজন খুদেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন অনাথ আশ্রম থেকে।

২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন শ্রীলীলা। সেখান থেকেই দু’জন শিশুকে দত্তক নেন তিনি। গুরু নামে এক পুত্রসন্তান এবং শোভিতা নামে এক শিশুকন্যার খোঁজ পান সেখান থেকে। দু’ জনেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু।

এপ্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, আসলে ওদের দেখে বড় মায়া হয়েছিল। মনে হয়েছিল, দত্তক নিতে পারলে ওদের ভালো হবে। এমন অনুভূতি থেকেই গুরু এবং শোভিতাকে দত্তক নেওয়া শ্রীলীলার।

এবার তার পরিবারে যোগ হল আরেক সদস্য। আরেকজন শিশুকন্যাকে দত্তক নিলেন অভিনেত্রী। আর শ্রীলীলার এহেন উদ্যোগ দেখেই নেটপাড়া তাঁকে কুর্নিশ জানিয়েছে।

Link copied!