কন্যাকে প্রকাশ্যে আনলেন কলকাতার তারকা দম্পতি কাঞ্চন-শ্রীময়ী। নতুন বছরে অবশেষে সন্তান কৃষভিকে প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ।
গোলাপি পশমের পোশাকে কৃষভিকে কোলে নিয়ে কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। যদিও তাঁরা মেয়ের মুখ দেখাননি। গোলাপি শাড়িতে নিজেকে সাজিয়ে মেয়েকে বুকে জড়িয়ে শুভেচ্ছা জানালেন সকলকে। বললেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, অতীতের সব খারাপ সরে যাক। ২০২৫-এ নতুন করে জীবন কাটান।’
আনন্দবাজার অনলাইনকে বললেন, “ইচ্ছে ছিল নতুন বছরের সূচনা মুহূর্তে অর্থাৎ মধ্যরাতে মেয়ের ছবি দেব। কাঞ্চনও সায় দিয়েছিল। কিন্তু বাড়ি ফিরতে রাত হয়ে গেল। এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছি।”
নতুন বছরে কোনও নতুন প্রতিজ্ঞা? ‘অবশ্যই নিয়েছি। সমস্ত নেতিবাচকতা, এই মানসিকতার মানুষ এবং তাঁদের কটাক্ষকে আবর্জনার বাক্সে ফেলে সতেজ মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। নিজে ভাল থাকব। সবাইকে ভাল রাখার চেষ্টা করব।’
গত বছরের ৬ মার্চ আনুষ্ঠানিক বিয়ে করেছেন কাঞ্চন। এটি তার তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর প্রথম।
৫৪ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন কাঞ্চন।