• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

কুকুরদের জন্য নাটকে কাজী নওশাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ১২:১৮ পিএম
কুকুরদের জন্য নাটকে কাজী নওশাবা
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় মঞ্চ ও টিভি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গানের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন এই শিল্পী। প্রায় সময়ই প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় তাকে। রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এবার সেই কুকুরদের জন্য মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন কাজী নওশাবা

পরিবেশের গুরুত্বপূর্ণ ও মানুষের সবচেয়ে বিশ্বস্ত এই প্রাণীর কথা নিয়ে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে শুক্রবার (৬ ডিসেম্বর)। নাটকটির নাম ‘কণ্ঠনালিতে সূর্য’। নাটকের দল তীরন্দাজ এবং নওশাবার সংগঠন টুগেদার উই ক্যান মিলে নাটকটি মঞ্চে আনছে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হবে এই নাটকের মঞ্চায়ন। নওশাবা বলেন, ‘আমি খুব অল্প সময়ের নোটিশে এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। সাধারণত আমি এত অল্প সময়ে কোনো কাজ করি না। কিন্তু কাজটিতে যেহেতু আমাদের বিশ্বস্ত বন্ধুদের (কুকুর) কথা রয়েছে, তাই আমি রাজি হয়েছি।
কারণ এখন সময় এগুলো নিয়ে কথা বলার। নাটকে আমরা একটা সাইলেন্ট পাপেট শো করব।’

অভিনেত্রী জানান, ‘রাস্তায় থাকা আমাদের বিশ্বস্ত এই বন্ধুদের নিয়ে আরো বেশি সচেতনতা বাড়ানো দরকার।’ তিনি মনে করেন, ‘এই পৃথিবী শুধু মানুষের না। আরো অনেক রকম প্রাণীর বাস এখানে। তাদের থাকার, বসবাসের উপযোগী পরিবেশ এই মানুষকেই করতে হবে।’

নাটকটি নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন নওশাবা। ৫ ডিসেম্বর দুপুরে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমাদের বিশ্বস্ত বন্ধুদের না বলা কথা, একজন বন্ধু হিসেবে আপনাদের সামনে টুগেদার উই ক্যান এবং তীরন্দাজ আনছে একটি ক্ষুদ্র প্রচেষ্টা, ‘কণ্ঠনালিতে সূর্য’! ধন্যবাদ তীরন্দাজের সকলের প্রতি।”

Link copied!