বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভারতীয় শিল্পী কবীর সুমনের গান আয়োজনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় জাদুঘরের মতো ‘কি পয়েন্ট ইনস্টলেশনে’ এ ধরনের প্রোগ্রামের অনুমতি দেওয়া যায় না।
শফিকুল ইসলাম আরও বলেন, “আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।”
জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল।
অনুষ্ঠানটি উপলক্ষে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করতে করবেন। এ ছাড়া বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক লাইভে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। গত শুক্রবার টিকিট ছাড়া হয়েছে, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে।
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আধুনিক বাংলা গানের দুই দিনের শোর সব টিকিট বিক্রি হয়েছে এবং বাংলা খেয়ালের টিকিটও বিক্রি শেষের পথে বলে জানান আয়োজকেরা।