• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিচ্ছেদের পথে কে-পপ তারকা দম্পতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:১০ পিএম
বিচ্ছেদের পথে কে-পপ তারকা দম্পতি
কে পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। ছবি: সংগৃহীত

পাঁচ বছরের সংসারে ইতি টানছেন দুই কোরীয় কে পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে চোইয়ের এজেন্সি এফএনএস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যেই চোই মিন হোয়ান ও ইউহিয়ের  বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবর জানান এই তারকা দম্পতি।

সামাজিক মাধ্যমে চোই লিখেছেন, “ইউহি সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা আমাদের দাম্পত্য জীবনে ইতি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে ইউহি লিখেছেন, “স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হলেও আমরা সন্তানদের বাবা ও মা হিসেবে আমাদের সম্পর্ক থাকবে।”

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে চোই মিন হোয়ান ও ইউহির প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে।  

Link copied!