প্রেক্ষাগৃহে আসছে আলোচিত সিনেমা ‘জংলি’। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। এবার জানা গেল নতুন খবর। দেশের পাশাপাশি বিদেশেও বড় পরিসরে এম রাহিম পরিচালিত এই সিনেমা মুক্তি দেওয়া হবে।
২৫ এপ্রিল থেকে বিশ্বের নানা দেশের দর্শক এটি উপভোগ করতে পারবেন। ‘জংলি’র নতুন পোস্টার প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে দ্য অভি কথাচিত্র।
প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন ও ওমানে সিনেমার মুক্তি চূড়ান্ত হয়েছে।
‘জংলি’তে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ঈদে মুক্তি উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার, যার ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান।
প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ভিডিওতে দেখা যায় সিয়াম ও দীঘির রোমান্স। সিনেমার টিজার মুক্তির আগে প্রি-টিজেও দেখা গেছে এই দুজনকে। তবে পোস্টার ছাড়া এখনও দেখা মেলেনি বুবলীর।